Khoborerchokh logo

টঙ্গী প্রেসক্লাবের সভাপতি এম.এ হায়দার সরকারের মায়ের ইন্তেকাল 54 0

Khoborerchokh logo

টঙ্গী প্রেসক্লাবের সভাপতি এম.এ হায়দার সরকারের মায়ের ইন্তেকাল

শেখ রাজীব হাসান, গাজীপুর:
 টঙ্গী প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার (টঙ্গী) এম.এ হায়দার সরকারের মা আনোয়ারা বেগম (৮০) রোববার সন্ধ্যা ৭টায় বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেছে (ইন্নালিল্লাহে....রাজিউন)। মৃত্যুকালে তিনি ৭ ছেলে ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার নামাজে জানাজা শেষে কুমিল্লা জেলার দাউদকান্দি থানার নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে শোক জানিয়েছেন,যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ¦ মো: জাহিদ আহসান রাসেল এমপি,গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি এড.আজমত উল্লা খান,গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ¦ এড. মো: জাহাঙ্গীর আলম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) সভাপতি এম.আব্দুল্লাহ, টঙ্গী প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ আতিক, বীরমুক্তিযোদ্ধা মাহফুজুর রহমান, সাবেক সভাপতি শাহজাহান সিরাজ সাজু, নূরুল ইসলামসহ টঙ্গী প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com